মোঃ বদিউজ্জামান (তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সভাপতি, বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক স্পিকার এবং জাতীয় নেতা মরহুম আব্দুল মালেক উকিলের ৩৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সদরের বাঁধেরহাট আব্দুল মালেক উকিল ডিগ্রী / অনার্স কলেজ কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য মরহুম আবদুল মালেক উকিলের ভাতিজা নোয়াখালী জেলা আ.লীগের সিনিয়র সহসভাপতি সদর সুবর্ণচর আসন থেকে এমপি মনোনয়ন প্রত্যাশী এডভোকেট শিহাব উদ্দিন শাহিন,বাধেরহাট ডিগ্রী অনার্স কলেজের অধ্যক্ষ এনামুল হক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।