নোয়াখালীতে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী আন্তর্জাতিক যুবশান্তি ক্যাম্প

শেয়ার

মোঃ বদিউজ্জামান (তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীতে শনিবার থেকে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী আন্তর্জাতিক যুবশান্তি ক্যাম্প। ভারতের ৬২ সাইক্লিস্টসহ ক্যাম্পে ১২ টি দেশের ৩৫০ জন জনপ্রতিনিধি অংশগ্রহণ করবেন ।

জেলার সোনাইমুড়ী উপজেলাস্হ গান্ধী আশ্রম ট্রাস্টের উদ্যোগে গান্ধী আশ্রম প্রতিষ্ঠার ৭৫ তম বার্ষিকী এবং মহাত্মা গান্ধীর ১৫৫ তম জন্ম জয়ন্তী উপলক্ষে এ ক্যাম্পের আয়োজন করা হয়। ২৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ টা নোয়াখালী প্রেসক্লাবের সহিদ উদ্দিন ইসকান্দার কচি মিলনায়তনে সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান। গান্ধী আশ্রম ট্রাস্টের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল ( অবঃ) জীবন কানাই দাস।উপস্থিত ছিলেন সোনাইমুড়ী উপজেলা ইউএনও ইসমাইল হোসেন।

ভারতের স্নেহালয়া সংগের আহবায়ক ডঃ গিরিশ কুলকার্নি গান্ধী আশ্রম ট্রাস্টের পরিচালক সিইও রাহা নব কুমার নোয়াখালী প্রেস ক্লাবের সভাপতি বখতিয়ার শিকদার, সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু।ট্রাস্টের চেয়ারম্যান জীবন কানাই দাস জানান,ইতোমধ্যে চার হাজার কিলোমিটারের ও বেশি পথ পাড়ি দিয়ে ভারতের ৬২ সাইক্লিস্ট ও ভারত, নেপাল, ভুটান, ইন্দোনেশিয়া, নিউজিল্যান্ড, সুইডেন, জার্মানি,যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের অতিথিরা এসে পৌঁছেছেন। তাদের নিরাপত্তা গান্ধী আশ্রমের নিজস্ব স্বেচ্ছা সেবীরা ও কাজ করছেন। বিশ্বব্যাপী শান্তি ও সম্প্রীতি বৃদ্ধির উদ্দেশ্যেই মূলত এ ক্যাম্পের আয়োজন করা হয়।৩০ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত এ ক্যাম্পে প্রতিদিন শান্তি সমাবেশ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। বাংলাদেশের মন্ত্রী সচিব সহ বিভিন্ন দেশের অতিথিরা শান্তি সমাবেশে বক্তব্য রাখবেন। এ সময় আন্তর্জাতিক যুব পিস ক্যাম্পেকে সফল করতে গণমাধ্যম কর্মী, জনপ্রতিনিধি প্রশাসন ও সর্বস্তরের সব মানুষের সহযোগিতা কামনা করেন।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.