নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালী বেগমগঞ্জের শরীফপুর ইউনিয়নে সাজেদা আক্তার আঁখি নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
গত ০৯ মে (বৃহস্পতিবার) গৃহবধূর স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে।
এই ঘটনায় মেয়ের মা জান্নাতুল ফেরদৌস রুনা বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় মামলা করেন। তার দাবি মেয়েকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতনের পর বাধ্য হয়ে গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
পুলিশ লাশ উদ্ধার করার পর গৃহবধূর স্বামী মনির হোসেন কে কারাগারে পাঠায়।
এদিকে গৃহবধুর স্বামীর পরিবারের দাবি, সাজেদা আক্তার আখি আত্নহত্যা মামলায় স্বামী মনির হোসেন, বড় ভাই আমির হোসেন ও ৯ মাসের অন্তঃসত্ত্বা বোন ফাতেমা আক্তারকে অহেতুক মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয়েছে এবং হয়রানি করা হচ্ছে।
জানা যায়,আঁখির ঘরে ৬ মাসের ১টি পুত্র সন্তানও রয়েছে।
মামলা এজাহার সুত্রে জানা যায়,আত্মহত্যাকারী সাজেদা আক্তার আখির বাড়ি বেগমগঞ্জের রাজগঞ্জ ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের আবুল কালাম ডাক্তার বাড়ি। ৯ /৫ /২০২৪ ইং বেলা ৩ টা আখি স্বামীর বসত ঘরের ভুতুরের সাথে ওড়না পেঁচিয়ে গলা ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
স্বামী মনির হোসেনের পরিবারের সূত্রে জানা যায়, ননদ ফাতেমা আক্তার স্বামীর বাড়িতে, বড় ভাই আমির হোসেন ভিন্ন পরিবারে ওই দিন শ্বশুর বাড়িতে এবং স্বামী মনির হোসেন বাজারে ছিল। তাদেরকে অহেতুক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে দাবি করেন তারা।