মোঃ বদিউজ্জামান (বি. চৌধুরী), নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সোনাইমুড়ীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আওয়ামীলীগের কর্মী সমাবেশ, মতবিনিময় সভা ও একটিভ ফাউন্ডেশেনের নতুন অফিস উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালে উপজেলা বাস টার্মিনাল মাঠে চাটখিল উপজেলা পরিষদ চেয়ারম্যান ও একটিভ গ্রুপের চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা খানম সাকী। এ সময় সোনাইমুড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের, সাধারণ সম্পাদক আফম বাবুল বাবু, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ভিপি মাহফুজুর রহমান বাহার সহ অনেকে উপস্থিত ছিলেন।