নোয়াখালীতে অটোরিকশায় মিলল নবজাতকের লাশ

শেয়ার

নোয়াখালী শহরে সিএনজিচালিত একটি অটোরিকশার পেছনে থাকা কার্টন থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল ১০টার দিকে সুধারাম থানার সামনে থেকে ওই লাশ উদ্ধার করা হয়। পরে লাশটি ময়নাতদন্তের জন্য নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, শহরের সিএনজিচালিত অটোরিকশার চালক মো. রাসেল সকালে তাঁর অটোরিকশা নিয়ে বের হন। সকাল আটটার দিকে তিনি শহরের পুরোনো বাসস্ট্যান্ড–সংলগ্ন ফিলিং স্টেশনের সামনে থেকে সোনাপুরের তিনজন যাত্রী ওঠান। তাঁদের মধ্যে একজন পুরুষ যাত্রীর হাতে একটি কার্টন ছিল।

সোনাপুরে তিনজন যাত্রীই নেমে যান। এরপর তিনি একাধিকবার যাত্রী নিয়ে শহরে যাতায়াত করেন। পরে সকাল ১০টার দিকে হঠাৎ তিনি লক্ষ করেন, তাঁর অটোরিকশার পেছনে একটি কার্টন পড়ে আছে। এ সময় তিনি বিষয়টি সুধারাম থানায় জানান। পরে পুলিশ কার্টনসহ অটোরিকশাটি থানায় নিয়ে যায়। সেখানে কার্টন খোলার পর দেখা যায় ভেতরে একটি নবজাতকের লাশ। পরে পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

জানতে চাইলে সিএনজিচালিত অটোরিকশা থেকে নবজাতকের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম।  তিনি জানান, অটোরিকশার চালক পেছনে একটি কার্টন দেখতে পেয়ে থানায় খবর দেন।

পরে তাঁরা কার্টন খুলে দেখেন, ভেতরে নবজাতকের লাশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লাশটিসহ কার্টন কোনো যাত্রী অটোরিকশায় রেখে চলে গেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.