নোবিপ্রবি আশ্রয় কেন্দ্রে বন্যার্তদের মাঝে ইংরেজি বিভাগের খাদ্য বিতরণ

শেয়ার

মোঃ দেলোয়ার হোসেন, নোবিপ্রবি প্রতিনিধি

নোয়াখালীতে চলমান বন্যায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আশ্রয় কেন্দ্রে প্রায় ২০০ জনের খাদ্য বিতরণ করল নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ।

আজ শনিবার (২৪ আগস্ট) রাতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম আশ্রয় কেন্দ্র এই খাদ্য বিতরণ করা হয়।

জানাযায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের আর্থিক সহযোগিতায় বন্যায় ক্ষতিগ্রহস্ত নোবিপ্রবি আশ্রয় কেন্দ্র এই খাবার বিতরণ করা হয়৷

এই সময় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের চেয়ারম্যান ড. শিরিন আক্তার বলেন, দেশের এমন ভয়াবহ দুর্যোগে যারা আমাদের আশ্রয়কেন্দ্রে আছেন, তাদের দেখাশুনার দায়িত্ব আমাদের। যে দায়িত্বটা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করছে। এই অসহায় মানুষগুলো আমাদের মেহমানের মতো। এক বেলা খাবারের ব্যবস্থা করতে পারাটা  আমি মনে করি ইংরেজি বিভাগের জন্য  অনেকটা স্বস্তির।   আমি বিশ্বাস করি অন্যান্য বিভাগ গুলো ও এগিয়ে আসছে এবং আসবে। যতদিন এই মানুষ গুলো এখানে থাকবেন, একজন ও ক্ষুধার্ত থাকবেন না।

চলমান বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি দুঃখ প্রকাশ করেন নোবিপ্রবি ইংরেজি বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী রাজু আহমেদ। তিনি আরও বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে আমাদের শিক্ষার্থীদেরকেই মানুষদের পাশে দাঁড়াতে হবে। আমরা ইংরেজি বিভাগ মানুষদেরকে সাহায্য করতে এগিয়ে এসেছি। আমাদের মতো সবাইকে এগিয়ে আসতে হবে। বিপদে আমরা সবাই একসঙ্গে মানুষদের পাশে দাঁড়াবো।

এছাড়া নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের  ১৫তম ব্যাচের শিক্ষার্থী সাফায়েত জাহান বলেন, বর্তমান বন্যায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আশ্রয় কেন্দ্রে যারা আশ্রয় নিয়েছে তাদের দেখাশোনা করা আমাদের সকলের দায়িত্বের মধ্যেই পরে। অন্যান্য ডিপার্টমেন্টের মতো আমরা ইংরেজি বিভাগ রাতের খাবারের আয়োজন করেছি। পরবর্তীতে সম্ভব হলে আমরা আরও কাজ করবো যাতে তাদের কোন অসুবিধা না হয়।

উল্লেখ্য,  গত কয়েকদিন থেকে নোয়াখালীতে বন্যায় বিভিন্ন এলাকা প্লাবিত হলে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আশেপাশের বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ২০০ জন মানুষ নোবিপ্রবি অডিটোরিয়াম আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.