নেত্রকোণা প্রতিনিধি:
নেত্রকোনায় নতুন জেলা প্রশাসকের হাতে দায়িত্ব তুলে দিয়ে বিদায় নিলেন অঞ্জনা খান মজলিশ। আজ বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে শাহেদ পারভেজের হাতে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব ভার তুলে দেন।
লিখিত ভাবে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে জেলার অতিরিক্ত জেলা প্রশাসকগণ ১০ উপজেলার নির্বাহীগণ সহ প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই নতুন জেলা প্রশাসককে ফুল দিয়ে বরণ করে নেন বিদায়ী জেলা প্রশাসক।
এদিকে নেত্রকোনা জেলাকে পিছন থেকে এগিয়ে নেবার জন্য একের পর এক নানা উদ্যোগ নিজ থেকে হাতে নিয়ে আমুল পরিবর্তন ঘটানোর ফলে বিদায়ী জেলা প্রশাসককে ফেইসবুকে এবং দপ্তরে এসে কৃতজ্ঞতা জানিয়েছেন নেত্রকোনার সর্বস্তরের মানুষ।