নেত্রকোণায় ভোগান্তি কমাতে এসএসসি পরীক্ষার্থীদের পাশে ছাত্রলীগ

শেয়ার

নেত্রকোণা প্রতিনিধি:

নেত্রকোণায় প্রতিবারের মত এসএসসি পরীক্ষার্থীদের পাশে নেত্রকোণা জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

আজ ৩০ শে এপ্রিল রবিবার থেকে শুরু হওয়া এসএসসি পরীক্ষার্থীদের পাশে সকাল থেকে নিরলসভাবে পাশে থেকে কাজ করেছে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোবায়েল আহম্মেদ খান এর নেতৃত্বে থাকা ছাত্রলীগের নেতা কর্মীরা।সকাল থেকে আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়,দত্ত উচ্চ বিদ্যালয়, নেত্রকোণা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এর সামনে থেকে যানজট নিরসন, শিক্ষার্থীদের পানি, কলম, ফাইল নিয়ে পাশে ছিল নেতাকর্মীরা।

যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখায় পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসন সহ সকলে ছাত্রলীগের এসব কার্যক্রমকে সাধুবাদ জানায়

ট্রাফিক ইন্সপেক্টর জহিরুল ইসলাম বলেন, পুলিশের পাশাপাশি ছাত্রলীগের নেতাকর্মীরা যেভাবে পাশে দাঁড়িয়েছে এটি সত্যিই প্রশংসনীয় আমি আশা রাখবো প্রতিটি কার্যক্রমে ছাত্রলীগকে আমরা পাশে পাবো।

অভিভাবকরা জানান, ছাত্রলীগের এরকম কার্যক্রমে আমরা আনন্দিত এবং এধরনের কার্যক্রম সবসময় চলমান রাখতে আহবান জানান।

এসময় সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি, সৈয়দ আল রাকিব জানান,
জেলা ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক সোবায়েল আহমেদ খান ভাই নেতৃত্বে আমরা আমরা প্রতিবারের এবারও এসএসসি পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে আছি এবং ভবিষ্যতেও সবসময় ছাত্রলীগের ছাত্রদের পাশে থাকবে

এসময় উপস্থিত ছিলো জেলা, উপজেলা,পৌর ও কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.