রাজশাহীতে নির্বাচন কমিশনার সেজে প্রতারণা, প্রতারক গ্রেফতার

শেয়ার

রাজশাহী প্রতিবেদক,:
নির্বাচন কমিশনার সেজে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণকারী এক কাউন্সিলর পদপার্থীর সঙ্গে প্রতারণা করার অভিযোগে এক প্রতারককে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শনিবার (১৭ জুন) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দফতর সম্মেলন কক্ষে আরএমপি কমিশনার মো. আনিসুর রহমান এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

গ্রেফতারকৃত আসামির নাম মো. গিয়াস উদ্দিন। তিনি কক্সবাজার জেলার মহেশখালী থানার পুটিবিলা গ্রামের কবির আহাম্মদের ছেলে।

সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার জানান, নগরীর বোয়ালিয়া থানার রামচন্দ্রপুর খরবোনার বেলু শেখের ছেলে মো. আরমান আলী এবারের সিটি কর্পোরেশন নির্বাচনে ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী। গত ৮জুন সকাল ৭টা ৯মিনিটে প্রতারক গিয়াস উদ্দিন কাউন্সিলর পদপ্রার্থী আরমান আলীর সঙ্গে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার (অব.) মো. আহসান হাবিব খানের পরিচয় দিয়ে নির্বাচন সংক্রান্তে নানান কথাবার্তা বলেন। এরপর সকাল ২৫ মিনিটে আরমান আলীকে মোবাইলে ফোন করে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের সঙ্গে কথা বলতে বলেন। প্রতারক ঐ কাউন্সিলর পদপ্রার্থীর নিকট টাকা দাবি করেন এবং তাদের সঙ্গে যোগাযোগ না করলে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে ফলাফল তাঁর বিরুদ্ধে যাবে মর্মে হুমকি প্রদান করেন।

পরে প্রতারক ঐদিন আবার সকাল ৮টা ২৯মিনিট ও ১১টা ১৩ মিনিটে আরমান আলীকে মোবাইল করেন। তখন আরমান আলী প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ফোন রিসিভ করেননি। পরে কাউন্সিলর পদপার্থী মো. আরমান আলী ও উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার মো. গোলাম মোস্তফার এমন অভিযোগে পরিপ্রেক্ষিতে ঘটনার দিনই এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানায় দুইটি সাধারণ ডায়েরি করেন।

পরবর্তীতে আরএমপির সাইবার ক্রাইমের সহযোগিতা নিয়ে গোয়েন্দা পুলিশের একটি চৌকস টিম সংঘবদ্ধ প্রতারক চক্রকে গ্রেফতারে দেশের বিভিন্ন প্রান্তে অভিযান শুরু করেন। শুক্রবার (১৬ জুন) রাত ১০টায় আরএমপির ডিবি পুলিশের ওই টিম গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার শেখের টেক এলাকায় অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ চক্রের মূল হোতা আসামি মো. গিয়াস উদ্দিনকে গ্রেফতার করে রাজশাহীতে নিয়ে আসা হয়।
গ্রেফতারকৃত মো. গিয়াস উদ্দিনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় প্রতারণাসহ অন্যান্য আইনে ৩টি মামলা রয়েছে। নির্বাচন কমিশনার সেজে প্রতারণার দায়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় একটি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজু করা হয়েছে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.