নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন দাবিতে লক্ষ্মীপুরে ঐক্য পরিষদের গণ অনশন

শেয়ার
প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: সাম্প্রদায়িক সহিংসতা চিরতরে বন্ধসহ ২০১৮ সালে সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণঅনশন ও গণঅবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্ট­ান ঐক্য পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখা।

শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকাল-সন্ধ‍্যাব্যাপী এই কর্মসূচি পালিত হচ্ছে । হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ডাকে পূজা উদযাপন পরিষদ, মহিলা ঐক্য পরিষদ, আইনজীবী ঐক্য পরিষদ, সাংস্কৃতিক ঐক্য পরিষদ, শিক্ষক ঐক্য পরিষদ, যুব ঐক্য পরিষদ, ছাত্র ঐক্য পরিষদের জেলা, উপজেলা, পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ এতে অংশ নেন।

এ সময় বক্তারা বলেন, ‘সংখ্যালঘু সুরক্ষা, বৈষম্য বিলোপ ও দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন করতে হবে। জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন করতে হবে। অর্পিত সম্পত্তি প্রত‍্যার্পণ আইন যথাযথ বাস্তবায়ন করতে হবে। পার্বত্য শান্তি চুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন করতে হবে। সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন করতে হবে।’

হিন্দু-বৌদ্ধ-খ্রিস্ট­ান ঐক্য পরিষদের জেলা সভাপতি (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট শৈবাল কান্তি সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় উপদেষ্টামন্ডলীর সভাপতি অ্যাড. জহরলাল ভৌমিক, ঐক্য পরিষদের জেলা কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট মিলন মন্ডল, জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি প্রিয়লাল নাথ, রামগঞ্জ উপজেলা সভাপতি অপূর্ব কুমার অপু সাহা, জেলা পূজা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক উত্তম দেবনাথ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুববিষয়ক সম্পাদক তাপস শর্মা বাপ্পি, জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি রাজ বিজয় চক্রবর্তী, জেলা মহিলা ঐক্য পরিষদের সহসভাপতি রুপালী প্রভা ভৌমিক, সাধারণ সম্পাদক ভানু নাগ, সহসাধারণ সম্পাদক প্রার্থনা রানী ভৌমিক, সাংগঠনিক সম্পাদক অনিতা দত্ত, কোষাধ্যক্ষ বুল্টি দেবনাথ প্রমুখ।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.