পিঠের চোটে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার হয়ে খেলতে পারবেন না অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। তাঁর বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন আরেক অলরাউন্ডার অ্যারন হার্ডি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার এটিই শেষ সিরিজ। এমন সময়েই কিনা দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্যকে পাচ্ছে না অজিরা।এছাড়া অজিদের সহ-অধিনায়ক ও উইকেটকিপার ম্যাথিউ ওয়েডকে খেলবেন না সিরিজের প্রথম ম্যাচ। তৃতীয় সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকবেন তিনি। পরের দুই ম্যাচে অবশ্য খেলবেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টির আগে ওয়ার্ম আপের সময় পিঠে অস্বস্তি অনুভব করেন স্টয়নিস।