নারীদের স্কুটি চালক হিসেবে গড়ে তুলছেন শাহেলা

শেয়ার

কামরুল হাসান হৃদয়, 

লক্ষ্মীপুর স্কুটি শিখতে আসা নারীদের প্রথমে দিচ্ছেন আত্মবিশ্বাস। সে সাথে দিচ্ছেন এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। এরপর স্কুটি চালানোর কৌশল দেখিয়ে দিচ্ছেন নিজ হাতে। পড়ে গেলে ফের দিচ্ছেন উঠে স্কুটি চালানোর সাহস। কণ্ঠে দৃৃঢ় বিশ্বাসের অমিয় বাণী; আপনিই পারবেন, হাল ছাড়বেন না!

শনিবার (২২জুন) ঘড়িতে সময় তখন দুপুর সাড়ে বারোটা, শহরের আকাশজুড়ে তখন গুড়ি-গুড়ি বৃষ্টি ঝরছে। খানিক বাদে ঝলমলে রোদের আবরণ। লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে চোখে পড়ে নারীদের স্কুটি চালানোর দৃশ্য।

স্কুটি শেখা এবং শেখানো সম্পর্কে প্রশিক্ষক শাহেলা জানান, আমি একটা প্রাইভেট জব করি, বাড়ি থেকে অফিস দূরে হওয়ায় সিএনজিতে আমাকে যাতায়াত করতে হয়। গাড়িতে চলাচলের ক্ষেত্রে পুরুষদের পাশে বসলে কিংবা গাড়িতে-ই অন্যরকম দৃষ্টিভঙ্গি দেয়। সেজন্য-ই আমি স্কুটি চালানো শিখি এবং এর মাধ্যমে-ই আমি বিভিন্ন জায়গায় আসা যাওয়া করি।

শাহেলা আরো জানান, স্কুটি শেখার পর আমি বিভিন্ন আপুর সাড়া পাই ফেসবুকের মাধ্যমে। গত দুই মাস থেকে একজন প্রশিক্ষক হিসেবেও আমি কাজ করছি। আমার কাছে ভালো-ই লাগছে।

নারীদের আত্মবিশ্বাসী ও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে দুই মাসে দশজন নারীকে স্কুটি চালানো শিখিয়েছেন শাহেলা।

সরেজমিনে দেখা যায়, স্কুল শিক্ষিকা কাজী শারমীন নামক একজন শিখছেন স্কুটি চালানো। স্কুটির পাশে দাঁড়িয়ে ক্লাস চেপে ধরাসহ বিভিন্নরকম দিক নির্দেশনা দিচ্ছেন শাহেলা।

কাজী শারমীন নামক এক প্রশিক্ষণার্থী জানান, আমি আমার কলিগদের দেখি স্কুটি চালিয়ে স্কুলে আসেন। নিউজফিড স্ক্রল করতে-করতে এই আপুর খোঁজ পাই। এরপর শিখতে আসি। শিখতে এসেও প্রথম তিন দিন বিড়ম্বনায় পড়ি আমি, ভাবছি হাল ছেড়ে দিবো। কিন্তু আপুর জোগানো সাহসে এখন মনে হচ্ছে আমি পারবো। ‍ শাহেলা অদম্য ইচ্ছা-শক্তি নিয়ে মে মাস থেকে নিজের চাকুরির পাশাপাশি জেলা স্টেডিয়ামে সপ্তাহে দুইদিন (শুক্র-শনি) স্কুটি চালানো শেখান। তিনি শুরু থেকে পুরোপুরি পাকাপোক্ত হওয়া পর্যন্ত প্রশিক্ষণার্থীদের শিখিয়ে থাকেন।

জানা যায়, স্কুটি শেখানোকে পেশা হিসেবে বেছে নিয়েছেন শাহেলা। নামমাত্র কোর্স ফি নিয়ে প্রশিক্ষিত করে তুলছেন নারীদের।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.