নায়ক শাহরুখের চেয়ে পারিশ্রমিক বেশি খলনায়কের

শেয়ার

বিনোদন জগতে ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রির বেশিরভাগ ছবিতে নায়ককে কেন্দ্র করেই গল্প তৈরি হয়। আর সে কারণেই একেকটি ছবির জন্য কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ে নায়কেরা কোটি কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। বিশেষ করে প্রথম সারির নায়করা প্রায় ১০০ কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। তবে ২০০ কোটির অঙ্ক ছুঁতে পেরেছেন হাতেগোনা কয়েকজন নায়ক।

কিন্তু এই হাতেগোনা কয়েকজন শীর্ষ নায়ককে ছাড়িয়ে গেছেন সিনেমা ইন্ডাস্ট্রি জগতে সর্বাধিক পারিশ্রমিক পাওয়া একজন খলনায়ক। কীভাবে সম্ভব—নায়ক থেকে খলনায়কের পারিশ্রমিক বেশি?

হ্যাঁ সম্ভব হয়েছে। যেখানে খলনায়ক হয়ে নায়কের থেকেও বেশি পারিশ্রমিক নেওয়ার ঘটনা বিরল। ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রির জগতে ইতিহাসে এমন নজির আগে দেখা যায়নি। কিন্তু এবার সেই অসম্ভবকে সম্ভব করলেন কন্নড় সুপারস্টার যশ।

‘কেজিএফ’ সিরিজের মাধ্যমে সারা ভারতে জনপ্রিয়তা অর্জন করা যশ সম্প্রতি নিতিশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ ছবিতে রাবণের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। আর এ ছবিতেই রামের চরিত্রে রয়েছেন শক্তিমান অভিনেতা রণবীর কাপুর।

এই রামায়ণ ছবিতে অভিনয়ের পাশাপাশি যশ সহ-প্রযোজকের ভূমিকায় রয়েছেন। আর সে কারণেই অভিনয়ের পারিশ্রমিক ও ডিস্ট্রিবিউশন শেয়ারের মাধ্যমে তিনি আয় করেছেন ২০০ কোটি রুপিরও বেশি।

জানা গেছে, খলনায়ক যশ পেছনে ফেলে দিয়েছেন অনেক প্রথম সারির তারকাকে। এই যেমন— বর্ষীয়ান অভিনেতা কমল হাসান সাম্প্রতিক সময়ে ক্যামিও চরিত্রে অভিনয় করে ২৫-৪০ কোটি টাকা আয় করেছেন। আবার বলি বাদশাহ শাহরুখ খান, যিনি জওয়ানের জন্য ২০০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন। তিনিও অতীতে বেশিরভাগ সিনেমার জন্য ১৫০ কোটির আশপাশে পারিশ্রমিক নিয়ে থাকেন। ভাইজানখ্যাত সালমান খান ও আমির খানও বিগত কয়েক বছরে তাদের সেরা ছবিগুলোর জন্য ১৫০ কোটি রুপির বেশি পাননি।  এমনকি দক্ষিণী সুপারস্টারদের মধ্যে রয়েছেন— প্রভাস, যে কিনা ১২০-১৫০ কোটির বেশি পারিশ্রমিক পাননি। প্রভাস এখনো ২০০ কোটির মাইলফলক ছুঁতে পারেননি।

উল্লেখ্য, এর আগে বাদশাহ শাহরুখ খান, আল্লু অর্জুন, রজনীকান্ত ও বিজয় ছাড়া আর কারও ২০০ কোটির ক্লাবে নিজের নাম লেখানোর সুযোগ হয়নি।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.