নাদিম হত্যা: খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বরগুনায় ৬ সাংবাদিক সংগঠনের মানববন্ধন

শেয়ার

বরগুনা জেলা প্রতিনিধি: বাংলানিউজটোয়েন্টিফোর ডটকমের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ও ৭১ টেলিভিশনের বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি গোলাম রব্বানী নাদিমকে নৃশংসভাবে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সব আসামিদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বরগুনার ৬ সাংবাদিক সংগঠনের ব্যবস্থাপনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রবিবার (১৮ জুন) সকাল ১০ টায় বরগুনা প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে সাংবাদিকদের বিভিন্ন সংগঠনসহ সুশীল সমাজের নেতারা অংশগ্রহণ করেছেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সঞ্জীব কুমার দাস, লোকবেতারের স্টেশন ম্যানেজার মনির হোসেন কামাল, বরগুনা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মালেক মিঠু, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক জয়দেব রায়, জেলা প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম টিটু মোল্লা, জেলা অনলাইন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সুমন শিকদার , মইনুল আবেদিন খান সুমনপ্রমুখ।

মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দ সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলকে সর্বোচ্চ শাস্তি প্রদানের জন্য দাবি জানিয়েছেন।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.