মোঃ মোবারক হোসেনন, রসিংদী প্রতিনিধি:
নরসিংদী সরকারি কলেজের পুকুর থেকে ফাইজুল ইসলাম (১৭) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৩সেপ্টেম্বর) সকালে কলেজ ক্যাম্পাসের পুকুরের পূর্ব পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ফাইজুল নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের ভরতের কান্দি এলাকার হোসেন মোল্লার ছেলে।
পরিবারের লোকেরা জানান, দীর্ঘদিন মানুষিক ভাবে অসুস্থ ফাইজুল, গতকাল বিকেলে বাড়ি থেকে বের হলে তাকে আর খুজে পাওয়া যায়নি। সে এখানে কিভাবে মারা গেছে তাও জানি না আমরা। নরসিংদী মডেল থানার (ওসি) আবুল কাসেম ভূইয়া জানান, সকালে লাশটি ভেসে থাকার খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর জানা যাবে মৃত্যুর আসল কারণ।