মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর শিবপুরে ঢাকা সিলেট মহাসড়কে ট্রাক চাপায় আবু নাঈম (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার ঘটনা ঘটেছে ।
বৃহস্পতিবার (২৭ জুলাই) রাত ১০টার দিকে নরসিংদী জেলার শিবপুর উপজেলার কুন্দারপাড়া সোনাইমুড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু নাঈম (৩০) কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর এলাকার সৈয়দ জামানের ছেলে। তিনি নরসিংদী শহরের বৌয়াকুর এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন। পুলিশ ও স্থানীয়রা জানান, আবু নাঈম নরসিংদী থেকে মোটরসাইকেল যোগে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর তার গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুর উপজেলার কুন্দারপাড়া সোনাইমুড়ী এলাকায় পৌঁছোলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায় নাঈম। এসময় পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ইটাখোলা হাইওয়ে পুলিশ রাত সারে দশটার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ইটাখোলা হাইওয়ে পুলিশের ওসি নূর হায়দার তালুকদার জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।