নরসিংদীর রায়পুরায় নৈশপ্রহরী হত্যা ঘটনায় গ্রেপ্তার ৩

শেয়ার

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর রায়পুরায় নিলক্ষ্যা ইউনিয়নের আতসআলী বাজারে আব্দুল করিম (৪৫) নামে দায়িত্বরত অবস্থায় নিরাপত্তা প্রহরীকে কুপিয়ে হত্যা ঘটনায় ২৪ ঘন্টার মধ্যেই হত্যায় ব্যবহৃত চাপাতিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো-রায়পুরা উপজেলার নিলক্ষ্যা ইউনিয়নের বীরগাঁও কান্দাপাড়া এলাকার মৃত সামসু মিয়ার ছেলে কাউসার মিয়া (৩৬), সোনাকান্দি এলাকার ওলেদ মিয়ার ছেলে বাবুল মিয়া (২৮) ও নিলক্ষ্যা রহমতপুর এলাকার ধলা মিয়ার ছেলে বশির মিয়া (২২)। মঙ্গলবার (১৩ জুন) দুপুরে নরসিংদী জেলা পুলিশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অনির্বাণ চৌধুরী।নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অনির্বাণ চৌধুরী জানান, আধিপত্য বিস্তার ও গ্রাম্য দলাদলির বিরোধের জেরে ১২ জুন রাতে সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে দোকানপাট লুট করার উদ্দেশে বাজারে এলে পাহাড়াদার করিম তাদেরকে বাধা দিলে তাকে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায়। ঘটনার পর থেকেই জেলা পুলিশ ও গোয়েন্দা শাখার একাধিক টিমসহ রায়পুরা থানা পুলিশের যৌথ অভিযানে তথ্য প্রযুক্তির সহায়তায় ২৪ ঘন্টার মধ্যেই তিনজন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ সময় তাদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত চাপতি উদ্ধার করা হয় বলে সংবাদ সম্মেলনে জানান।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.