নরসিংদীর রায়পুরায় নৈশপ্রহরীকে কুপিয়ে হত্যা

শেয়ার

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর রায়পুরায় আব্দুল করিম (৪৬) নামে এক নৈশপ্রহরীকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। রবিবার (১১ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার নিলক্ষ্যা ইউনিয়নের আতসআলী বাজারে এ হত্যার ঘটনাটি ঘটে। নিহত আব্দুল করিম রায়পুরা উপজেলার নিলক্ষ্যা ইউনিয়নের সোনাকান্দি গ্রামের মৃতঃ ইউনুস আলীর ছেলে। নিলক্ষ্যা ইউনিয়নের ১নং ওয়ার্ড মেম্বার সিদ্দিক জানান, করিম ও আসাদ নামে ২ জন নৈশপ্রহরী বাজার পাহারা দিতো। প্রতিদিনের মতো গতকাল রাতেও তারা দু’জন বাজারের দুই মাথায় পাহারায় ছিলেন। আসাদ রাতের একসময় করিমের সাথে যোগাযোগ করতে না পারায় তার পাহারা দেওয়ার স্থানে খোঁজ নিতে আসে। সেখানে এসে করিমকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে এলাকাবাসীদের খবর দেন।
নিলক্ষ্যা ইউনিয়নের বিট পুলিশের দায়িত্বে থাকা এসআই সালাম জানান,রাত ১টা থেকে ৩টার মধ্যে কোন একসময় কে বা কাহারা বাজারের নৈশপ্রহরী আব্দুল করিমকে হত্যা করে মাটিতে ফেলে রেখে যায়। পরে আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করি। এঘটনায় তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.