নরসিংদীর মনোহরদীতে ৪ হাজার লোকের মাঝে শাড়ি লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ

শেয়ার

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি:

পবিত্র মাহে রমজান উপলক্ষে নরসিংদীর মনোহরদীতে দরিদ্র ও বঞ্চিত মানুষের সেবায় নিয়োজিত প্রতিষ্ঠান মরহুম ডা.আব্দুর রশিদ মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে প্রায় ৪ হাজার বেকার, অসহায়,ও
দুস্থ মানুষের মাঝে শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে ।

মরহুম ডা.আব্দুর রশিদ মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান মো.হাবিবুর রহমান মোল্লাহ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকালে নরসিংদীর মনোহরদী উপজেলার গোতাশিয়া ইউনিয়নের পাঁচকান্দি গ্রামের নিজ বাড়িতে তার নিজস্ব অর্থায়নে ৪ হাজার মানুষের মাঝে শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করেন। এ সময় গোতাশিয়া ইউনিয়ন পরিষদের সদস্য বকুল মিয়া,সাবেক সদস্য মো.দীন মোহাম্মদ, সমাজসেবক মো.শামসুজ্জামান, ইন্নছ আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রতি বছরের মতো এবারোও তিনি পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে তার নিজস্ব অর্থায়নে অসহায়দের মাঝে শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ সহায়তা করেছেন। ট্রাস্টের চেয়ারম্যান মো.হাবিবুর রহমান মোল্লাহ বলেন, এ বছর প্রায় ৪ হাজার লোকের মাঝে শাড়ি লুঙ্গি ও নগদ ৪ লক্ষ টাকা বিতরণ করা হয়। মরহুম ডা.আব্দুর রশিদ ট্রাস্টের উদ্যোগে সন্ধ্যায় শতাধিক রোজাদারদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

এসময় উপস্থিত ডা.আব্দুর রশিদ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মো. মোকলেছুর রহমান মোল্লাহ বলেন,আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করি মানবসেবায় কিছু একটা করার। সেই চেষ্টা থেকেই আজকে এই ট্রাস্টের পক্ষ থেকে দুস্থ অসহায়,দরিদ্র মানুষের মাঝে শাড়ি,লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.