মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি:
“Smart Club, Smart Generation এই স্লোগানকে সামনে রেখে নরসিংদীর মনোহরদীতে শিক্ষা বান্ধব স্মার্ট ক্লাব উদ্বোধন করা হয়েছে। ভবিষ্যৎ স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট প্রজন্ম গড়ে তোলার অভিপ্রায়ে উপজেলাব্যাপী সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাব গঠন /পুনরুজ্জীবিতকরণে মনোহরদী উপজেলা প্রশাসনের এটি একটি বিশেষ উদ্যোগ।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের পীরপুর উচ্চ বিদ্যালয়ে এ স্মার্ট ক্লাব উদ্বোধন করা হয়। পীরপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাকসুূূদ আলম মাসুমের সঞ্চালনায় ও পীরপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো.মোস্তফা কামাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম। এসময় নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম বলেন,শিক্ষার্থীদের শুধুমাত্র পড়াশোনা করলে হবে না আজকের অনুষ্ঠানটি মূলত পড়াশোনা করার পাশাপাশি শিক্ষার যে আরো বিভিন্ন দিকগুলো আছে সেখানে তাদেরকে অংশগ্রহণ করানোর অভ্যাস গড়ে তুলতে হবে। পড়াশোনার পাশাপাশি যে সমস্ত কার্যক্রম গুলো প্রাতিষ্ঠানিকভাবে সুযোগ রয়েছে চর্চা করার প্রাকটিস করার আমাদের শিক্ষার্থীদেরকে সেখানে সংশ্লিষ্ট করার। সেই সমস্ত ক্লাবগুলোকে আমরা চাচ্ছি পুনরুজ্জীবিত করার অথবা যেই সমস্ত ক্লাসগুলো এখনো তৈরী হয়নি সেইগুলোকে আমরা নতুন করে কমিটি গঠন করে সংশ্লিষ্ট ক্লাবগুলো তৈরী করে শিক্ষার্থীদেরকে নিয়ে সেই ক্লাবে তাদের কার্যক্রম আমরা চালু করতে চাচ্ছি। এই যে এই মহতী উদ্যোগ এগুলো আমাদের বিভিন্ন সভা,সেমিনার মাঝে মাঝে আমরা বিচ্ছিন্নভাবে বিভিন্ন স্কুল গুলোর প্রয়োজনীয়তা বিভিন্ন ভাবে বিভিন্ন সময় আমাদের সম্মানিত শিক্ষকদেরকে বলেছি। ইতিমধ্যেই উপজেলায় অনেক স্কুল গুলোতে এই কার্যক্রম চালু হয়েছে। এই ক্লাব থেকে শিক্ষার্থীরা বিভিন্ন রকম চর্চা করে শিক্ষা নিয়ে,দক্ষতা বৃদ্ধি পাবে।নিজেকে প্রকাশ করার দক্ষতা বৃদ্ধি পাবে,তার সক্ষমতা বৃদ্ধি পাবে,এবং তার জ্ঞানের জগৎ আরো বিস্তৃত হবে। বিভিন্ন ক্লাবে যেসব শিক্ষার্থীরা আছে তারা এই ক্লাব সংশ্লিষ্ট কার্যক্রমের মাধ্যমে তাদের মানিবক গুণাবলী আরো বিকশিত হবে।তাদের দ্বারা এই বাংলাদেশের জন্য নিজেদেরকে একজন উপযুক্ত নাগরিক একজন যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে সেই সাথে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আরো একধাপ এগিয়ে যাবে। এর আগে প্রধান অতিথি ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাব শিক্ষার্থীদের সাথে কথোপকথন,বিজ্ঞান ক্লাবের শিক্ষার্থীদের বিভিন্ন প্রজেক্ট ঘুরে ঘুরে পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।
“স্মার্ট ক্লাবে রয়েছে বাংলা ভাষা সংঘ,English Language club,Debating club,Science club,আইসিটি ক্লাব,স্কাউট,রোভার স্কাউট,গার্লসইন স্কাউট,গার্লস গাইড,সততা সংঘ ও যৌন হয়রানি নিরোধ কমিটি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.শহীদুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.সোহরাব হোসেন ভূঁইয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকতা রেহেনা আক্তার, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা মাধবী সাহা প্রমূখ।
পীরপুর উচ্চ বিদ্যালয়ের সহযোগীতায় সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পীরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম।
এসময় শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবক গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।