নরসিংদীর মনোহরদীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ব্যবসায়ীর মৃত্যু

শেয়ার

মোঃ মোবারক হোসেন,নরসিংদী প্রতিনিধি:

মনোহরদীতে দুই হোন্ডার সংঘর্ষে এক ফার্নিচার ব্যবসায়ীর মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত ব্যবসায়ীর নাম কামরুল আহসান কাজল। তিনি মনোহরদী পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের বাসিন্দা।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার (৫ এপ্রিল) সকাল ১০টার দিকে পৌর এলাকার ফার্নিচার ব্যবসায়ী কাজল মিয়া (৫৭) এক সঙ্গীসহ মোটরসাইকেল চালিয়ে চৌরাস্তা মৌলভীবাজারের দিকে যাচ্ছিলেন। তারা চন্দনবাড়ী ইউনিয়নের অর্জুনচর মালেক মেম্বারের বাড়ী সংলগ্ন কালভার্টের কাছে পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগামী মোটর সাইকেল তাদের ওভারটেক করার চেষ্টা কালে ধাক্কা দেয়। এতে তারা মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যায়।

এতে ফার্নিচার ব্যবসায়ী কাজল মিয়া গুরুতর আহত হন। পরে তাকে ৫০ শয্যা বিশিষ্ট মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত কাজল মিয়া মনোহরদী বাসষ্ট্যান্ড সংলগ্ন কাজল ফার্নিচারের মালিক। তিনি মনোহরদী পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের মৃত শমসের আলীর বড় ছেলে। মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন জানান, দুর্ঘটনায় একজন মারা যাওয়ার খবর পেয়েছি।এ ব্যপারে বিস্তারিত জানার জন্য খোঁজ নেয়া হচ্ছে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.