নরসিংদীর বাবুরহাটে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ১শত দোকান পুড়ে ছাই

শেয়ার

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর শেখেরচর বাবুরহাটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে শাড়ি,লুঙ্গি,থ্রিপিছ,­থান কাপড়সহ দেশীয় কাপড়ের প্রায় শতাদিক দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

রবিবার (২৯ অক্টোবর ) দিবাগত রাত সোয়া ১১টার দিকে নরসিংদীর শেখেরচর বাবুরহাটে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট প্রায় তিন ঘন্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। শেখেরচর-বাবুরহাট বণিক সমিতির সভাপতি মো.গিয়াস উদ্দিন জানান,বাবুরহাটের বণিক সমিতির পুরাতন অফিস সংলগ্ন গলি থেকে এ আগুনটা শুরু হয়।বাজারের বৈদ্যুতিক খু্ঁটির ল্যাম্পপোশ্ট থেকে শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তিনি। অগ্নিকান্ডে প্রায় ১০০টি দোকান পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।তদন্তের পর ক্ষতিগ্রস্থ দোকানের সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ সুনির্দিষ্টভাবে বলা যাবে বলেও জানান তিনি।গতকাল রবিবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে বণিক সমিতির পুরাতন অফিসের গলিতে আগুনের ধোঁয়া দেখতে পায় এলাকাবাসী। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা বাজারের গলির ভেতরে ছড়িয়ে পড়ে। ভয়াবহ আগুন ও লেলিহান শিখা দেখে ব্যবসায়ীরা আতংকগ্রস্থ হয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে মাধবদী ও নরসিংদীসহ আশপাশের ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে কাজ শুরু করে। পাশাপাশি দোকান গুলোর অবস্থান থাকার কারণে আগুনের তীব্রতা ছিল বেশী। যার কারণে ফায়ার সার্ভিসকে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে।

প্রায় তিন ঘন্টার চেষ্ঠায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। ঢাকা থেকে আসা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো.আনোয়ারুল হক জানান,খবর পেয়ে ঘটনাস্থলে এসে ব্রিজ ভাঙ্গার কারণে ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করতে না পেরে পাশে রেখেই কাজ করতে হয়েছে। পাশের খালের পানিতে পাম্প স্থাপন করে একে একে ১১টি ইউনিট তিন ঘন্টার চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান তাৎক্ষনিকভাবে বলা সম্ভব হচ্ছে না। তদন্তের পর এ বিষয়ে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বিস্তারিত বলা হবে।এ অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ড.বদিউল আলম ও জেলা পুলিশ সুপার মো.মোস্তাফিজুর রহমান। এসময় জেলা প্রশাসক জানান,বাবুরহাট দেশের জন্য একটি বড় বাজার। ফায়ার সার্ভিসসহ সবাই সমন্বিতভাবে কাজ করে আগুন নিয়ন্ত্রণ করেছেন। আগুনের ঘটনার কারণ জানতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট চিত্রা শিকারীকে প্রধান করে পুলিশ, ফায়ার সার্ভিস,বণিক সমিতিসহ সংশ্লিষ্টদের সদস্য করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দেয়া হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা প্রনয়ণের মাধ্যমে সরকারিভাবে সহায়তার চেষ্টা করা হবে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.