মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি: ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে নরসিংদীর দুই উপজেলা মনোহরদী ও বেলাব উপজেলা পরিষদের ভোটগ্রহন শেষ হয়েছে।
তুলনামূলক ভোটার উপস্থিতি কম হলেও কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মনোহরদী উপজেলায় চেয়ারম্যান পদে মোট ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
এছাড়া বেলাব উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সাতজন, ভাইস চেয়ারম্যান পদে আটজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করেন। মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা চলে এই ভোট গ্রহণ। ভোটগ্রহন শেষে স্ব-স্ব কেন্দ্রে ফলাফল ঘোষণা করেন প্রিসাইডিং অফিসার।
পরে রাতে উপজেলা পরিষদে সব কেন্দ্রের সম্মিলিত ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবা খান। ঘোষিত ফলাফল অনুযায়ী মনোহরদী উপজেলায় চেয়ারম্যান পদে আনারস প্রতিকে ৩৩ হাজার ৮১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিল্পমন্ত্রীর ছোট ভাই নজরুল মজিদ মাহমুদ স্বপন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট মুঃ ফজলুল হক ঘোড়া প্রতিক পেয়েছেন ১০ হাজার ৯১১ ভোট।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মো:তৌহিদ সরকার (মাইক) ১৪ হাজার ১৬৮ ভোট। তার নিকটতম আব্দুল কাদির মৃধা (বই) পেয়েছেন ১১ হাজার ৪৭৫ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান বিজয়ী হয়েছেন শাহনাজ পারভীন শিল্পী (হাঁস) ২৪ হাজার ৩৭১ ভোট পেয়ে। তার নিকটতম আফরোজা সুলতানা রুবী (প্রজাপতি) পেয়েছেন ১৫ হাজার ৮০৬ ভোট। মনোহরদী উপজেলায় মোট ভোটার ২ লাখ ৪১ হাজার ৩০ জন। এরমধ্যে প্রায় ২৫ শতাংশ ভোট পড়েছে।
অপরদিকে নরসিংদীর বেলাব উপজেলায় চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতিকে ৩০ হাজার ২০৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বেলাব উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ সমসের জামান ভূঞা রিটন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ শরীফ উদ্দিন খান মোমেন (কাপ পিরিচ) পেয়েছেন ১৯ হাজার ৯৩ ভোট।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মোঃ হুমায়ুন কবির (চশমা) ১৯ হাজার ৮৮৮ ভোট। তার নিকটতম ইমদাদুল হক ফরিদ (মাইক) পেয়েছেন ১৬ হাজার ৯৮৫ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান নাজমুন্নাহার (হাঁস)২৫ হাজার ৫৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম রহিমা বেগম(সেলাইমেশিন) পেয়েছেন ১৬ হাজার ৫৯৬ ভোট। বেলাব উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৬৮ হাজার ১৮৫ জন। এরমধ্যে প্রায় ৪৪ শতাংশ ভোট পড়েছে।