মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদীতে নানা আয়োজনে “আমরা মনোহরদীর সন্তান”স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন এর ১ যুগ পূর্তি উদযাপন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১৩ জানুয়ারী) দুপুরে স্থানীয় ক্যাফে শীতল হাওয়া রেস্টুরেন্টে ফুলের শুভেচ্ছা,আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির একযুগ পূর্তি অনুষ্ঠিত হয়।
আমরা মনোহরদীর সন্তান সংগঠনের সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক, সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক সাইফুল ইসলাম,কোষাধক্ষ হারুনর রশিদ,সদস্য সচিব ইমরান হোসেনসহ সকল সদস্যবৃন্দ।
এছাড়াও বিভিন্ন উপজেলার ৫০টা স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এসময় বক্তারা সমাজে স্বেচ্ছাসেবী সংগঠনের সুবিধা-অসুবিধা ও নানা কর্মসূচি নিয়ে নিজেদের মতামত ব্যক্ত করেন।
সংগঠনটির পক্ষ থেকে বিভিন্ন সময়,রক্তদান কর্মসূচি,বৃক্ষরোপন কর্মসূচি,শিক্ষা উপকরণ বিতরণ,দুঃস্থ অসহায়ের চিকিৎসা সহায়তাসহ সম্প্রতি সংগঠনের পক্ষ থেকে প্রায় ২০০শত অসহায় পরিবারের মাঝে এক মাসের বাজার সদাই করে দেওয়া হয়।
অনুষ্ঠান শেষে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন “আমরা মনোহরদীর সন্তান” স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি ও প্রতিষ্ঠাতা পরিচালক।