নরসিংদীতে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং

শেয়ার

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি:

মুজিববর্ষ উপলক্ষে ” বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না”- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই দৃঢ় প্রত্যয়ের সফল বাস্তবায়নের লক্ষ্যে দেশ ব্যাপী ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ভূমি ও গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন উপলক্ষে বুধবার (২০শে জুলাই) সকাল ১০টায় নরসিংদী জেলার মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম কাসেম মনোহরদী উপজেলা সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় ও এক প্রেস ব্রিফিং এর আয়োজন করেন।

আগামী ২১শে জুলাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক গণভবন থেকে একযোগে দেশ ব্যাপী ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন করার কথা রয়েছে সেই বিষয়টি সাংবাদিকদের অবগত করেন তিনি। একজন ভূমিহীন ও অসহায় পরিবারের মাথা গুজার ঠাই হিসেবে ও আত্মমর্যাদা বৃদ্ধির লক্ষ্যে প্রধানমন্ত্রী দেশব্যাপী ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করছেন। প্রধানমন্ত্রীর এ মহৎ উদ্দেশ্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ পরিবেশন করার জন্যে মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের আহবান জানান।

মনোহরদী উপজেলায় ভূমিহীন ও গৃহহীন ১০৪টি পরিবারের জন্যে গৃহ নির্মাণ কাজ চলমান রয়েছে। গৃহ নির্মাণ ও হস্তান্তরের ক্ষেত্রে প্রকৃত উপকারভোগী নির্বাচন, ডিজাইন ও স্পেসিফিকেশন পরিপূর্ণভাবে অনুসরণ ও নিয়মিত মনিটরিং এর প্রতি সর্বোচ্চ গুরুত্ব প্রদান পূর্বক কাজে শতভাগ উন্নত মানের উপকরণ ব্যবহার করে আধুনিক ও দর্শণীয় গৃহ নির্মাণ করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে নন্দিত হয়েছেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম কাসেম।

আধুনিক ও উন্নত মানের গৃহ নির্মাণ কাজের সময় তাকে সার্বিক সহযোগীতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি), উপজেলা এলজিইডি প্রকৌশলী ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাগণ। প্রেস ব্রিফিংয়ে নরসিংদীর মনোহরদী উপজেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, আগামী ২১শে জুলাই সকাল ১০টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি একযোগে সারাদেশে ৩য় পর্যায়ে ২৬,২২৯টি পরিবারকে এর মধ্যে নরসিংদী জেলায় ২৫৬টি তন্মধ্যে নরসিংদীর মনোহরদী উপজেলায় ১০৪টি ভূমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.