মোঃ মোবারক হোসেন নরসিংদী প্রতিনিধি:
” আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার।”এবং “দেশে একজন মানুষও গৃহহীন থাকবে না।” এই বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সারা দেশের ন্যায় নরসিংদী জেলায়ও ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে গৃহ হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (২১শে জুলাই) সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় দেশব্যাপী ২৬,২২৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ভূমি ও গৃহ হস্তান্তরের কার্যক্রমের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে নরসিংদী জেলায় মোট ২৫৬টি ভূমিহীন ও গৃহহীন উপকারভোগী পরিবারের মাঝে ভূমি ও গৃহ হস্তান্তর করা হয়। নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান নরসিংদী জেলার রায়পুরা উপজেলায় উপস্থিত থেকে ভূমিহীন ও গৃহহীন উপকারভোগীদের হাতে ঘরের চাবি ও জমির দলিলাদি হস্তান্তর করেন।
সকলের সমঅধিকার নিশ্চিতকরণ ও পশ্চাৎপদ জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নের লক্ষ্যে অবিস্মরণীয় ও সুচিন্তাপ্রসূত এই উদ্যোগ গ্রহন করায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন,নরসিংদী জেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত করার লক্ষ্যে পরিকল্পিত পদক্ষেপ ও সূক্ষ অনুসন্ধানের মাধ্যমে যোগ্যতা ও প্রয়োজনীয়তার নিরীখে উপকারভোগী নির্বাচন এবং তাদের জন্য গৃহ নির্মাণ ও হস্তান্তর সংক্রান্ত কার্যক্রমের প্রতি সর্বোচ্চ গুরুত্ব প্রদানের জন্য প্রকল্প বাস্তবায়নের সাথে জড়িত সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান। এর পূর্বে বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচারিত কেন্দ্রীয় অনুষ্ঠানমালা তিনি সরাসরি অবলোকন করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ,রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপকারভোগী এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমূখ।
উল্লেখ্য যে, নরসিংদী জেলার মনোহরদী উপজেলায়-১০৪টি, বেলাব উপজেলায়-৪৪টি, শিবপুর উপজেলায়-২৯টি, পলাশ উপজেলায়-৪২টি এবং রায়পুরা উপজেলায় ৩৭টিসহ মোট-২৫৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে গৃহ হস্তান্তর শুভ উদ্বোধন করা হয়েছে।