মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি
“গাছ লাগিয়ে যত্ন করি,” সুস্থ প্রজন্মের দেশ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে নরসিংদীর মনোহরদীতে ৫দিন ব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা বন বিভাগ মনোহরদীর আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন,জেলা প্রশাসনের উদ্যোগে এ বছর জেলায় এক লাখ গাছের চারা রোপণের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। এরই অংশ হিসেবে বিভিন্ন উপজেলার প্রশাসনের উদ্যোগে কাজ শুরু করা হয়েছে। একটি গাছ ৫০ বছর জীবিত থাকলে প্রায় ৩০ লাখ টাকারও বেশি উপকার করে। তাই সকলকে ৩টি করে গাছের চারা রোপণের আহবান জানান তিনি।এর আগে প্রধান অতিথি বিভিন্ন স্টল ঘুরে ঘুরে পরিদর্শন করেন।
এসময় আরোও বক্তব্য রাখেন,জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৌসুমী সরকার রাখি, মনোহরদী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায়, পৌর মেয়র আমিনুর রশিদ সুজন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লায়ন এম এস ইকবাল আহমেদ,মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা রুবী,নরসিংদী জোনের সহকারী বন সংরক্ষক ব্রজগোপাল রাজবংশী,মনোহরদী উপজেলা বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রমূখ।
উপজেলার বিভিন্ন নার্সারী মালিকদের ফলজ,বনজ ও ঔষধি গাছের চারা নিয়ে ১১টি স্টল মেলায় অংশগ্রহণ করে।
এসময় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থী,গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।