নরসিংদীতে বঙ্গমাতার ৯৩তম জন্মদিন উদযাপন

শেয়ার

মোঃ মোবারক হোসেনন, নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সহধর্মিণী বাঙালির লড়াই সংগ্রাম-আন্দোলনের নেপথ্যের প্রেরণাদাত্রী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সেলাই মেশিন বিতরণ,আর্থিক সহায়তা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ আগস্ট) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন নরসিংদী,জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা নরসিংদীর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান। এসময় প্রধান অতিথি বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব ছিলেন বঙ্গবন্ধুর সংগ্রামময় জীবনের প্রেরণা ও শক্তির উৎস। পারিবারিক দায়িত্ববোধ, সহজাত সহনশীলতা ও রাজনৈতিক প্রজ্ঞা মহীয়সী নারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবকে অতুলনীয় উচ্চতায় স্থান দিয়েছে মর্মে অভিমত ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান,জেলা সিভিল সার্জন ডাঃ নুরুল ইসলাম, উপ-পরিচালক স্থানীয় সরকার-নরসিংদীর মৌসুমী সরকার রাখী,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.মোস্তফা মনোয়ার ও জেলা সেক্টর কমান্ডারস ফোরাম সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতালিব পাঠান প্রমূখ।

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু ও বঙ্গমাতাসহ ১৯৭৫ এর ১৫ আগস্ট শাহাদাত বরণকারী সকলের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে জেলার ৪০ জন অসচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ ও ৪৫ জন নারীর প্রত্যেককে মোবাইল ব্যংকিং এর মাধ্যমে ২ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ,রাজনৈতিক­ নেতৃবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.