মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদীতে জাঁকজমকপূর্ণভাবেে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে বই উৎসব-২০২৪ পালিত হয়েছে।
সোমবার (১ জানুয়ারী) সকালে নরসিংদীর মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মুজতবা জুয়েল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বই উৎসব-২০২৪ উদযাপন কমিটির সভাপতি হাছিবা খান। এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিন বই তুলে দেওয়ার ইতিহাস নেই। বাংলাদেশ আমেরিকা,সুইজারল্যান্ড ঐ পর্যায়ে যায়নি কিন্তুু শিক্ষার উন্নয়নে বাংলাদেশ সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহন করেছে।
তার প্রথম যেটা সেটা হচ্ছে বছরের প্রথম দিন সকল শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া।আজকে সারা বাংলাদেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানে এই বই উৎসব কর্মসূচি পালিত হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছেন।তিনি আরোও বলেন,শিক্ষার্থীদের বা আমাদের সন্তানদের সবচেয়ে বেশি দেখাশুনা ও পরিচর্যা করে থাকেন আমাদের মায়েরা।মায়েরা সবসময়ই সন্তানদের পড়াশুনার বিষয়ে, ভালোমন্দ দেখভালের বিষয়ে সচেতন।মনোহরদী উপজেলায় শিক্ষার হার ভালো।এই শিক্ষার হারকে কিভাবে আরোও বেশি সমৃদ্ধ করা যায়,আরোও বেশি এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই জন্য শিক্ষকদের পাশাপাশি আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে।পৃথিবী এগিয়ে যাচ্ছে,নিত্যনতুন অনেক টেকনোলজি আসবে।আমরা এগুলোকে এড়িয়ে যেতে পারবোনা।
এগুলোকে আমরা ব্যবহার করবো কিন্তু সেই ব্যবহার গুলো কি পরিকল্পিত হচ্ছে কিনা সেইদিকে খেয়াল রাখতে হবে। মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মজিবুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন,মনোহরদী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মুজতবা জুয়েল। এসময় আরোও বক্তব্য রাখেন,মনোহরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.শহীদুর রহমান,উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল জলিল, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রিপন চন্দ্র সরকার, মনোহরদী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা পারভীন মুক্তা,চন্দনবাড়ী সিনিয়র কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবু রায়হান ভূইয়া প্রমূখ।
এসময় শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবক বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।