মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর মনোহরদী উপজেলা পিএফজির উদ্যোগে সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা পরিকল্পনা প্রণয়ন সভা ও ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। পরিকল্পনা সভার সভাপতিত্ব করেন পিস অ্যাম্বাসেডর মোঃ আরিফুল ইসলাম ভূইয়া এবং ইয়ুথ গ্রুপ গঠন বিষয়ক সভার সভাপতিত্ব করেন পিএফজি মনোহরদীর কো-অর্ডিনেটর কাজী আনোয়ার কামাল।
আজ শনিবার (১৪ নভেম্বর) মনোহরদীর শীতল হাওয়া রেস্টুরেন্টে দিনব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকলের সম্মতিতে ২০ সদস্য বিশিষ্ট ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ গঠন করা হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর ফিল্ড কো-অর্ডিনেটর রিপন আচার্য,পিস অ্যাম্বাসেডর সাইদুর রহমান তসলিম, এমদাদুল হক টিটু,শাহজালাল হীরা, শেখ জুলেখা আফরোজ বন্যা, পিএফজি’র অন্যতম সদস্য উপাধ্যক্ষ এম সুলতান উদ্দিন,সঞ্জন কুমার রায়, মোঃ সাইফুল ইসলাম,জাহাঙ্গীর আলম,মাসুদুর রহমান সোহাগ,মোঃ মাসুদুর রহমান, এ টি এম আশরাফুল আলম, নার্গিস সুলতানা, পিংকু রানী রায় সাংবাদিক মোঃ কামরুল ইসলাম, সাংবাদিক মোঃ মোবারক হোসেনসহ ছাত্রদল, জাতীয় ছাত্র সমাজ, ছাত্র অধিকার পরিষদ নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ছাত্র ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য একটি উদার, অসাম্প্রদায়িক, বহুত্ববাদী, সহনশীল, মুক্ত, মানবিক সমাজ ও রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, সহিংসতা প্রতিরোধ, জাতি—ধর্ম—বর্ণ নির্বিশেষে সকলের সহাবস্থান নিশ্চিতকরণ ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি নির্মাণ এবং সম্মিলিত উদ্যোগে সামাজিক সমস্যা নিরসনের প্রচেষ্টাকে উৎসাহিত করাই পিএফজি’র উদ্দেশ্য।