নরসিংদীতে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত কর্তৃক জরিমানা আদায়

শেয়ার

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীতে পরিবেশ অধিদপ্তর কর্তৃক ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।

আজ ২২/০৬/২০২৩খ্রি: তারিখ পরিবেশ অধিদপ্তর, নরসিংদী জেলা কার্যালয়ের উদ্যোগে ও জেলা প্রশাসন নরসিংদীর সহযোগিতায় জেলার শিবপুর উপজেলার ইটাখোলা মোড় এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব এ কে এম হাসানুর রহমান এর নেতৃত্বে এবং পরিবেশ অধিদপ্তর নরসিংদীর সহকারী পরিচালক প্রশান্ত কুমার রায় এর ব্যবস্থাপনায় এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

এসময় অনুমোদিত মাত্রার চেয়ে অতিরিক্ত হর্ণ বাজানো এবং নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় ভ্রাম্যমান আদালত ৫টি যানবাহনকে মোট ৬,৩০০/- টাকা জরিমানা করে। এছাড়াও ০৩ টি প্রতিষ্ঠানকে সতর্ক করে দেয়। ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগীতা করেন নরসিংদী জেলা প্রশাসনের টিম ও জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ বিশেষ অভিযান চলমান থাকবে বলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম হাসানুর রহমান জানান।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.