মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীতে জেলা গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে একটি প্রাইভেটকারসহ ৭৯২ পিস বিয়ার ও ২০৫ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অনির্বাণ চৌধুরী সংবাদ সম্মেলনে করে সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেন। সংবাদ সম্মেলনে অনির্বাণ চৌধুরী জানান,নবাগত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান এর দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের ওসি আবুল বাশারের নেতৃত্বে এসআই নঈমুল ইসলাম মোস্তাক অভিযান চালিয়ে সোমবার রাতে ঘোড়াশাল শহীদ ময়েজউদ্দিন সেতুর টোলপ্লাজা থেকে একটি প্রোবক্স গাড়ী থেকে ৭৯২ ক্যান বিয়ারসহ তপন চন্দ্র শীল ও কবীর নামে ২ জনকে আটক করেন। জেলা গোয়েন্দা পুলিশের অপর আরেকটি অভিযানে এসআই শেখ সেকান্দর আলী অভিযান চালিয়ে সদর উপজেলার বিলাসদী আল্লাহু চত্বর এলাকা থেকে ২০৫ পিস ইয়াবাসহ গোলাপ মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেন।
জেলা গোয়েন্দা পুলিশের অপর আরেকটি অভিযানে এসআই শেখ আটককৃতদের বিরুদ্ধে পলাশ ও নরসিংদী মডেল থানায় পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফিন,জেলা গোয়েন্দা পুলিশের ওসি আবুল বাশার,এসআই নঈৃুল ইসলাম মোস্তাক। সংবাদ সম্মেলন শেষে আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।