নরসিংদীতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ 

শেয়ার

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর মনোহরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে ২০২৩-২০২৪ অর্থ বছরের প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে বোরো উপশী ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এসব বীজ ও সার বিতরণ করা হয়।

সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রেজাউল করিম।এসময় কৃষকদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুনা আক্তার।

উপজেলায় একটি পৌরসভা ও ১২টি ইউনিয়নের বোরো উফশী ফসলের উপকারভোগী ২৯শ৩০ জন কৃষকদের মাঝে প্রতিজনকে ৫ কেজি করে উপশী বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার এবং হাইব্রিড ফসলের ১৭শ৩০ জন উপকারভোগী কৃষকদের মাঝে ২কেজি করে হাইব্রিড বীজ বিতরণ করা হয়। এছাড়াও কৃষকদের মাঝে ২০২৩-২০২৪ অর্থবছরে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ শীর্ষক প্রকল্পের আওতায় ৫০℅ ভর্তুকি মূল্যে ৩ জন কৃষকের মাঝে রাইস প্লান্টার বিতরণ করা হয়।

এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/কর্মচারী,কৃষি দপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ, বিভিন্ন ইউনিয়নের উপকারভোগী কৃষক ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.