নরসিংদীতে একটি ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৩ লাখ টাকা জরিমানা আদায়

শেয়ার

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর মনোহরদীতে পরিবেশের ছাড়পত্র না থাকায় একটি ইটভাটায় অভিযান চালিয়ে ৩ লাখ টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে জেলার মনোহরদী উপজেলার গোতাশিয়া ইউনিয়েনর আকানগর গ্রামে মেসার্স এ কে এফ নামে অবৈধ একটি ইটের ভাটা ভ্যাকু মেশিন দিয়ে গুড়িযে দেওয়া হয়। এছাড়া অবৈধ ভাবে ভাটা পরিচালানার দায়ে ভাটার মালিক আকরাম হোসেনকে নগদ তিন লাখ টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিপ্তরের মনিটরিং এনফোর্সমেন্ট উইং এর নিবার্হী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় নরসিংদী পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুল হুদা, সহকারি পরিচালক প্রশান্ত কুমার রায়, সহকারী পরিচালক মুনসুর মোল্লা, পরিদর্শক সমর কৃষ্ণ দাস সহ র‍্যাব, পুলিশ, ফায়ারসার্ভিসসহ আইনশৃক্সখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় নরসিংদির পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুল হুদা, বলেন অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.