নভেম্বরের শুরুতে এইচএসসি পরীক্ষা

শেয়ার

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী নভেম্বর মাসের শুরুতে অনুষ্ঠিত হবে বলে জানালেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রোববার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

মন্ত্রী আরও জানান, স্থগিত হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা আগস্টের মাঝামাঝি শুরুর পরিকল্পনা থাকলেও এ সময়টিতে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা দেখা যায়। তাই এ সময়ে পরীক্ষা না নিয়ে কিছু পরে সেপ্টেম্বরের মাঝামাঝি এসএসসি ও সমমান পরীক্ষা নেয়ার পরিকল্পনা করা হচ্ছে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে।

শিক্ষা বোর্ডগুলো আগস্টের মাঝামাঝি এসএসসি ও সমমান এবং অক্টোবরে এইচএসসি ও সমমান পরীক্ষা নেয়ার পরিকল্পনা করেছিল। কিন্তু শিক্ষামন্ত্রী জানালেন, মধ্য সেপ্টেম্বরে এসএসসি ও নভেম্বরের শুরুতে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.