মমিনুল হক রুবেল, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে বাজার মনিটরিং করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বেচ্ছাসেবীরা।
রবিবার (১০ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার শিবপুর বাজারে এই মনিটরিং কার্যক্রম চালান তারা। এসময় শিক্ষার্থীরা বাজার ঘুরে কাঁচামাল, মাছ, মাংস ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য যাচাই করেন। একইসঙ্গে অতিরিক্ত মূল্যে জিনিসপত্র বিক্রি না করার পরামর্শ দেন তারা।
শিক্ষার্থীরা তিন টি ইউনিটে এই বাজার মনিটরিং করেন।
এসময় সেচ্ছাসেবক দলে উপস্থিত ছিলেন,নবীনগর সরকারি কলেজ সমন্বয়কারী অথৈ, পারভেজ, সুর সম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজ এর বুশরা,সুমাইয়া,সাথী,রুমা, মরিয়ম,জাকিয়া, জান্নাত, তানিয়া,রাকিবা,আশা মণি, শ্রাবন্তী, তাসভীর, রহমতুল্লাহ, হৃদয়,ইমন ভুঁইয়া,তামিম,সুজন,সজিব,অথয়,নাজমুল,সিয়াম,রিমন,খালিদ। শিক্ষার্থীরা বলেন, আমরা সকলে যোগাযোগ করে শিবপুর বাজারে আজ মনিটরিং করেছি। আমাদের কর্মসূচির মধ্যে ছিল বাজার মনিটরিং। এ ধরনের কার্যক্রম চলবে।