নবীনগরে রাস্তায় বড়-বড় গর্ত, ঝুঁকি নিয়ে চলাচল

শেয়ার

মমিনুল হক রুবেল, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের ব্রাহ্মণহাতা নারুই ইমামবাড়ী থেকে কোনাউর গ্রামের বাজার পর্যন্ত কলেজ রোড নামক রাস্তাটি এখন জনসাধারণের জন্য রাস্তা নয়, যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে।

রাস্তাটি সংস্কার না হওয়ায় প্রতিদিন দুর্ঘটনার কবলে পড়ছেন পথচারী ও সাধারণ যানবাহন। এ রাস্তা দিয়ে যান চলাচল করা তো দূরের কথা। পায়ে হেঁটে যাওয়াও কষ্টসাধ্য। তবুও জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে তিন ইউনিয়নের প্রায় ৫০ হাজার মানুষ। দীর্ঘদিন যাবত এ রাস্তাটি সংস্কার না হওয়ায় পণ্য পরিবহনেও পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।

এব্যাপারে স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রাস্তাটির কাজ না হওয়ায় বর্তমানে স্থানে-স্থানে ভেঙ্গে এত বেশি পরিমাণ গর্ত সৃষ্টি হয়েছে যে, গাড়ি চলাচল করতে নানা ধরণের অসুবিধা সৃষ্টি হচ্ছে। বিভিন্ন স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ প্রতিদিন উপজেলা ও জেলা সদরের সাথে যোগাযোগ করতে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।

এব্যাপারে কাইতলা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল ইমরান বলেন, আমি চেয়ারম্যান নির্বাচিত হবার আগে থেকেই এ রাস্তাটি চলাচলের জন্য একদম অনুপযোগী। ইতিমধ্যে আমি স্থানীয় সাংসদ ফয়জুর রহমান বাদল মহোদয়ের সাথে রাস্তাটি সংস্কারের বিষয়ে কথা বলেছি, তিনি আমাকে রাস্তাটি সংস্কার করে দিবেন বলে আশ্বস্ত  করেছেন যার প্রক্রিয়া চলমান রয়েছে। আশা করছি অচিরেই রাস্তাটি সংস্কার কাজ শুরু হবে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.