নবীনগরে ফেসবুক লাইভে এসে যুবকের আত্মহত্যা

শেয়ার

মমিনুল হক রুবেল, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ফেসবুক লাইভে এসে নিজ ঘরে রশি পেঁচিয়ে আব্দুর রশিদ (৩০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার ভোর রাত সারে তিনটায় উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের সেমন্তঘর গ্রামে এ ঘটনা ঘটে।নিহত ঐ যুবক সেমন্তঘর গ্রামের মো. জালাল মিয়ার ছেলে।

জানা যায়, উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের সেন্তঘর উত্তরপাড়ার মো. জালাল মিয়ার ছেলে আব্দুর রশিদ তার ফেসবুক ওয়ালে ৬ মিনিটের ভিডিওতে দেখা যায়, তিনি বৃহস্পতিবার সকালে তার ফেসবুক লাইভে আসেন। এর আগে তিনি তার ঘরের সিলিংয়ে একটি রঁশি বেঁধে রাখেন।

লাইভ চালু করে তিনি একটি ট্যাবিলে উঠে গলায় রশি পেচিয়ে আত্মহত্যা করেন।

পরিবার সূত্রে জানা যায়, সে চট্টগ্রামে একটি বেকারিতে কাজ করতেন। সে মাদকাসক্ত ছিল গতকাল চট্টগ্রাম থেকে বাড়িতে এসে  তার নিজঘরে তার ফেসবুক প্রোফাইল থেকে ফেসবুকে লাইভে এসে সিলিং এর সাথে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

শিবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ  এসআই আবুবক্কর  ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আমরা রশিদকে জুলন্ত অবস্থায় তার নিজ ঘর থেকে উদ্ধার করি পরিবার সুত্রে জানতে পারি সে মাদকাসক্ত ছিল । মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.