‘দরদ’ সিনেমার শুটিংয়ের জন্য ভারতে উড়াল দিয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। এদিকে ভারতে পৌঁছেই নতুন লুকে হাজির হন ঢালিউড কিং।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন কিং খান। আর সেখানেই তাকে নতুন লুকে দেখেছেন ভক্তরা।
শাকিবের ছবিতে দেখা যায়, চোখে সানগ্লাস, কপালে তিলক, গলায় রুদ্রাক্ষ মালায় ‘দরদ’ সিনেমার আগমনী বার্তা দিয়েছেন অভিনেতা। অবশ্য শাকিব খানের এই লুক ভক্তদের দারুণ পছন্দ হয়েছে। মন্তব্যের ঘরে প্রশংসায় ভাসাচ্ছেন তারা। এর আগে ‘প্রিয়তমা’ সিনেমাতেও বৃদ্ধ লুকে হাজির হয়ে হৈ চৈ ফেলে দিয়েছিলেন তিনি।
শাকিব খান ও সোনাল চৌহান ছাড়া এতে আরও অভিনয় করবেন পায়েল সরকার, রাজেশ শর্মা, মিশা সওদাগর, দেব চন্দ্রিমা, লুৎফুর রহমান জর্জ, ইমতু, এলিনা শাম্মী, রিও প্রমুখ।
জানা গেছে, বাংলা, হিন্দি, তামিল, তেলুগু, মালায়লাম ও কন্নড় ভাষায় মুক্তি পাবে সিনেমাটি।