সোমবার, ১৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ,২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় অনুমোদিত, রেজি:নং ৭৮

নতুন বিশ্ব সুন্দরীর পাঁচ কথা

Array

 

অনলাইন ডেস্ক:

ইরিস একটি ফুলের নাম। ফরাসি ললনা ইরিস মিতেন ফুলের মতোই সুন্দর। তারই স্বীকৃতি মিলেছে এবারের মিস ইউনিভার্স প্রতিযোগে। সেরা সুন্দরীর মুকুট উঠেছে ইরিসের মাথায়।

ইরিস মিতেনের জন্ম ১৯৯৩ সালের ২৫ জানুয়ারি। ফ্রান্সের ছোট্ট শহর লিলেতে। দন্ত্যচিকিৎসাশাস্ত্রে পড়াশোনা করেছেন মিতেন। এখন হয়ে গেলেন সৌন্দর্যের অনুকরণীয় ব্যক্তিত্ব। তবু দাঁতের, মুখের স্বাস্থ্য নিয়ে কাজ করে যেতে চান। এর বাইরে তার আরো কিছু লক্ষ্য আছে। তার কিছু প্রিয় বিষয়ও আছে। চলুন এমন পাঁচটি বিষয় জেনে নেই।

খেতে নেই মানা!

মুটিয়ে যাওয়ার ভয়ে অনেক মডেল খাবার কম খান। মেনে চলেন নিয়ন্ত্রিত ডায়েট চার্ট বা খাদ্যতালিকা। কিন্তু ইরিসের কাছে স্বাস্থ্য ও খাবার দুটোই গুরুত্বপূর্ণ। তিনি যে ভোজনরসিক, এই ধরনের কিছু ছবি এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পিৎজা, আইসক্রিম এবং সুশি খেতে ভালোবাসেন। তবে মুটিয়েও যেতে চান না ইরিস। শরীরের গঠন ঠিক রাখতে সাঁতার, খেলাধুলা আর শরীরচর্চায়ও নিয়মিত সময় দেন।

রাঁধতেও জানেন…

ইরিস শুধু খেতে নয় খাওয়াতেও ভালোবাসেন। নতুন কোনো খাবার তৈরিতে তার বিপুল আগ্রহ আছে। রান্নাঘর তাঁর পছন্দের জায়গা। ফরাসি খাবারের উপর নানারকম নিরীক্ষা করে থাকেন। সম্প্রতি শেফ ফেডরিক অন্টনের সঙ্গে কুকিং সেশন উপভোগের ছবি প্রকাশিত হয়েছে। হাস্যরসের সঙ্গে মিস ইউনিভার্স ইরিস এই অনুষ্ঠানের উপস্থাপক স্টিভ হার্ভেকে খাবারের নিমন্ত্রণ জানিয়েছেন।

দুই পা ফেলিয়া

ইরিস মিতেন ঘরকুনো নন। ঘুরতে দারুণ পছন্দ করেন। বিশ্বজুড়েই তার পদচারণা। আরব আমিরাত, বেলজিয়াম, ইতালির মতো দেশ ঘুরেছেন। গিয়েছেন চীনে। সেখানে মহাপ্রাচীরের সামনে ছবিও রয়েছে তার। তবে নিজ দেশের প্যারিসের আইফেল টাওয়ারই তার সবচেয়ে প্রিয় দর্শনীয় স্থান।

উড়ালিয়া দিনগুলি

রোমাঞ্চজগতের হাতছানিও দারুণ টানে মিতেনকে। তার জন্যে প্রায়ই ছুটে যান উত্তর ফ্রান্সে নিজের জন্মভূমিতে। করেন স্কাই ডাইভিং।

দন্ত্যশাস্ত্রেই চোখ

দন্ত্যচিকিৎসাশাস্ত্রে পাঠ নিয়েছেন ইরিস। সৌন্দর্য্যরে ভূবন জয়ের পরও তা ভুলে থাকতে চান না। দাঁত ও মুখের স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রমে যুক্ত থাকতে চান। এ নিয়ে কাজ করতে চান পৃথিবীজোড়া। এরইমধ্যে সেই আগ্রহের কথা জানিয়েছেন সবাইকে।

সর্বশেষ

মহাত্মা গান্ধীর ১৫৪তম জন্মবার্ষিকী আজ

'মহাত্মা' শব্দটিকে যদি ভাঙা যায়, তবে তার অর্থ হয় 'মহান আত্না যার'। বিশ্বে এই নামে যে মানুষটির পরিচয়, তিনি হলেন মোহনদাস করমচাঁদ গান্ধী। তিaনি...

সংসদ নির্বাচনের মহাযজ্ঞ শুরু

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মযজ্ঞ চলছে নির্বাচন কমিশনে। গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং...

নিবন্ধিত নিউজ পোর্টাল ছাড়া কেউ মোবাইল লাইভ করতে পারবে না: জেলা প্রশাসক

সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বলেছেন, নিবন্ধিত নিউজ পোর্টাল এবং প্রিন্ট পত্রিকার নিবন্ধিত...

জমি নিয়ে বিরোধে বড় ভাইকে হত্যার অভিযোগ

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে জায়গা-জমি সংক্রান্ত বিরোধে ছোট ভাইয়ের হামলায় বড়...

রায়পুরে প্রতিবন্ধীদের জন্য বিনা খরচে কম্পিউটার প্রশিক্ষণ চালু

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে প্রতিবন্ধী ও তাদের সন্তানদের জন্য ‘সুবর্ণ কম্পিউটার প্রশিক্ষণ’...

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদন, যা বলল আইন মন্ত্রণালয়

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদন নাকচ করে মত দিয়েছে আইন মন্ত্রণালয়।...