নতুন পরিচালক পেল ইবির দুই দফতর

শেয়ার

Home - নতুন জবইবি সংবাদদাতা:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রকৌশল অফিসের প্রধান ও শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। প্রকৌশল অফিসের ভারপ্রাপ্ত প্রধান হিসেবে তত্ত্বাবধায়ক প্রকৌশলী (বিদ্যুৎ) এ. কে. এম শরীফ উদ্দীনকে নিয়োগ দেয়া হয়। এদিকে, শারীরিক শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে একই বিভাগের উপ-পরিচালক শাহ্ আলমকে নিয়োগ দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।

শনিবার (১৫ জুলাই) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত পৃথক দু’টি অফিস আদেশে এ তথ্য জানা যায়।

অফিস আদেশে বলা হয়, পুনরাদেশ না দেয়া পর্যন্ত প্রকৌশল অফিসের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (বিদ্যুৎ) এ. কে. এম শরীফ উদ্দীনকে প্রকৌশল অফিসের ভারপ্রাপ্ত প্রধান এবং শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক জনাব শাহ্ আলমকে শারীরিক শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে উপাচার্য নিয়োগ প্রদান করেছেন।

উক্ত পদে দায়িত্ব পালনের জন্য তারা বিধি মোতাবেক সুবিধাদি প্রাপ্ত হবেন।

দায়িত্ব পেয়ে ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী এ. কে. এম শরীফ উদ্দীন বলেন, আমি চিঠি পেয়েছে। আমার দফতরের সবাইকে সাথে নিয়ে ভালোভাবে আফিসের সকল কাজ পরিচালনা করার চেষ্টা করবো। এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।

উল্লেখ্য, প্রকৌশল অফিসের ভারপ্রাপ্ত প্রধান মুন্সি সহিদ উদ্দীন মোঃ তারেকের মেয়াদ শেষ হওয়ায় ভারপ্রাপ্ত প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন প্রকৌশল অফিসের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (বিদ্যুৎ) এ. কে. এম শরীফ উদ্দীন। এদিকে, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোহাম্মদ সোহেলের মেয়াদ শেষ হওয়ায় উপ-পরিচালক শাহ্ আলম শারীরিক শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.