দেশে ফিরেছে বাংলাদেশ দল

শেয়ার

নিউজিল্যান্ড সফর শেষে আজ রাতে দেশে ফিরেছে বাংলাদেশ দল। রাত ১০টা ৪০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পোঁছান ক্রিকেটাররা। তবে নিউজিল্যান্ড থেকে বাংলাদেশে আসেননি বিদেশি কোচিং প্যানেলের সদস্যরা।

ছুটি কাটাতে প্রধান কোচ চন্দিকা হাতুরাসিংহে অস্ট্রেলিয়ায় যাওয়ার কথা। বাকিরাও ছুটিতে যাবেন। তবপ ফিল্ডিং কোচ শেন ম্যাকডরমট ও ট্রেনার নিক লি আসছেন না বিসিবির সঙ্গে তাঁদের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায়।

নিউজিল্যান্ড সফর শেষ আপাতত ব্যস্ততা নেই জাতীয় দলের। ১৯ জানুয়ারি শুরু বাংলাদেশ প্রিমিয়ার লিগ, চলবে ১ মার্চ পর্যন্ত। এরপর ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ। অর্থাৎ আগামী ২ মাস জাতীয় দলের খেলা না থাকায় লম্বা ছুটিই পাচ্ছেন কোচিং প্যানেলের সদস্যরা।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.