এ বছর হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হয়েছে গত ২ জুলাই। গতকাল ১০ জুলাই (সোমবার) পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৩৮ হাজার ৪ জন হাজি। এই সময়ের মধ্যে সৌদি আরবে ৯৮ জন বাংলাদেশি ইন্তেকাল করেছেন। এরমধ্যে পুরুষ ৭৪ জন, নারী ২৪ জন।
আজ মঙ্গলবার সরকারের হজ পোর্টাল থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, উল্লিখিত সময়ে মোট ফিরতি ফ্লাইটের সংখ্যা ৯৯টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ছিল ৩৮টি এবং সৌদি এয়ারলাইন্সের ৪০টি ও ফ্লাইনাসের ২১টি।
হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ২ আগস্ট। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চট্টগ্রাম ও সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট পরিচালনা করেছিল। গত ৫ জুলাই থেকে বিমান সৌদি আরব থেকে চট্টগ্রামের হাজিদের জেদ্দা ও মদিনা থেকে চট্টগ্রামে নিয়ে আসছে।
এ বছর জেদ্দা ও মদিনা থেকে চট্টগ্রামে মোট ২৭টি ফিরতি হজ ফ্লাইট পরিচালনা করবে বিমান।
এর আগে গত ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ থেকে এ বছর ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজ করেছেন। হজ কার্যক্রমে অংশগ্রহণকারী হজ এজেন্সির সংখ্যা ৬০৩টি।