দেশে ফিরলেন ৩৮ হাজার হাজি, ৯৮ জনের মৃত্যু

শেয়ার

এ বছর হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হয়েছে গত ২ জুলাই। গতকাল ১০ জুলাই (সোমবার) পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৩৮ হাজার ৪ জন হাজি। এই সময়ের মধ্যে সৌদি আরবে ৯৮ জন বাংলাদেশি ইন্তেকাল করেছেন। এরমধ্যে পুরুষ ৭৪ জন, নারী ২৪ জন।

আজ মঙ্গলবার সরকারের হজ পোর্টাল থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, উল্লিখিত সময়ে মোট ফিরতি ফ্লাইটের সংখ্যা ৯৯টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ছিল ৩৮টি এবং সৌদি এয়ারলাইন্সের ৪০টি ও ফ্লাইনাসের ২১টি।

হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ২ আগস্ট। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চট্টগ্রাম ও সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট পরিচালনা করেছিল। গত ৫ জুলাই থেকে বিমান সৌদি আরব থেকে  চট্টগ্রামের হাজিদের জেদ্দা ও মদিনা থেকে চট্টগ্রামে নিয়ে আসছে।

এ বছর জেদ্দা ও মদিনা থেকে চট্টগ্রামে মোট ২৭টি ফিরতি হজ ফ্লাইট পরিচালনা করবে বিমান।

এর আগে গত ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ থেকে এ বছর ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজ করেছেন। হজ কার্যক্রমে অংশগ্রহণকারী হজ এজেন্সির সংখ্যা ৬০৩টি।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.