দেশে ফিরলেন ৩৫ হাজার ৩৮৯ হাজি

শেয়ার

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন মোট ৩৫ হাজার ৩৮৯ জন হাজি দেশে এসেছেন। শুক্রবার (২৯ জুলাই) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্প ডেস্কের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এছাড়া সৌদি আরবের জেদ্দায় মারা গেছেন আরেক বাংলাদেশি হাজি। তার নাম মো. নাজিম উদ্দীন (৬২)। তিনি নওগাঁ জেলার বাসিন্দা। এবার হজে গিয়ে এ নিয়ে ২৪ জন বাংলাদেশি মারা গেছেন। তাদের মধ্যে ১৭ জন পুরুষ ও সাতজন নারী।

ধর্ম মন্ত্রণালয় বলেছে, গত ১৪ জুলাই থেকে এ পর্যন্ত মোট ৯৭টি ফ্লাইট হাজিদের নিয়ে ঢাকায় পৌঁছেছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ৪২টি ও ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালনা করে পাঁচটি। আগামী ৪ আগস্ট ফেরত হজযাত্রীদের শেষ ফ্লাইট ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.