দেশে টিকটক নিষিদ্ধ হচ্ছে না

শেয়ার

কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য ছড়িয়ে পড়ে, দেশে নিষিদ্ধ হতে যাচ্ছে টিকটক। তথ্যটি যে গুজব, তা নিশ্চিত হওয়া গেলো টিকটকের সঙ্গে যোগাযোগ করে।

গুজব ডালপালা ছড়ানোর আগেই টিকটকের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের জনসংযোগ বিভাগ থেকে  জানানো হয়, এ ধরনের কিছু হয়নি। টিকটকের জনসংযোগ বিভাগ থেকে আরও জানানো হয়, ফেসবুকের যে পেজ থেকে এই গুজব ছড়ানো হচ্ছে সেটা একটা ফেক অ্যাকাউন্ট। নাম দিয়েছে ‘বাংলাদেশ শিক্ষা বোর্ড’।

ওটা সরকারের কোনও পেজ নয়। সরকারের কেউ এরকম কথা বলেনি। টেলিযোগাযোগ খাতের সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগ করেও দেশে টিকটক বন্ধ করার বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি। কেউ এ বিষয়ে কিছু জানাতে পারেনি।

তবে বিশ্বের অনেক দেশেই টিকটক নিষিদ্ধ করা হচ্ছে বলে জানা গেছে। বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি সভাপতি মহিউদ্দিন আহমেদ দীর্ঘদিন ধরনের টিকটক বন্ধের বিষয়ে বলে যাচ্ছেন, জনমত গঠনের চেষ্টা করছেন। তিনি মনে করেন, এই মাধ্যম তরুণদের বিপথে নিয়ে যাচ্ছে। তরুণদের রক্ষা করতে হলে দেশে টিকটক নিষিদ্ধ করতে হবে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.