দেশের কলস শূন্য, সব লুটপাট করে নিয়ে গেছে হাসিনা: ডাঃ এ জেড এম জাহিদ

শেয়ার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এ জে এম জাহিদ হোসেন বলেছেন, দেশের সম্পদ লুন্ঠন করে আত্নীয়ের বাড়ি ভারতে পালিয়েছে হাসিনা। তাই এখন দেশের কলস শুন্য। এখন দেশে যারা আছেন তারা অন্তবর্তীকালীন সরকার। দেশকে স্বনির্ভর করে বড়ে তোলার লক্ষে এ সরকারকে আমাদের সহযোগীতা করতে হবে। যেনো তারা একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে গনতান্ত্রিক সরকার উপহার দিতে পারে। যে সরকার এদেশকে পুনরায় সোনার বাংলাদশে পরিনত করবে।

লক্ষ্মীপুর জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ব্যবস্থাপনায় ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে রামগঞ্জ উপজেলার পানপাড়া স্কুল এন্ড কলেজ মাঠে বর্নাত্যদের মাঝে ত্রাণ বিতরন কালে প্রধান অতিথির বক্তব্যে জাহিদ হোসেন এ কথা বলেন। জাতীয় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির যুগ্ন মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে বন্যার পানি ছেড়ে দিয়ে আমাদের দেশের মানুষকে হত্যার ষড়যন্ত্র যতই করুক বিএনপি সকল ষড়যন্ত্র মোকাবিলা করে ছাত্রজনতাকে সাথে নিয়ে এদেশকে পুনরায় শহীদ জিয়ার আদর্শের সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলবো।

জাতীয় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারন সম্পাদক রাজিব আহসানের সঞ্চালনায় এসময়য় আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় স্বেচাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মোঃ ঈমাম হোসেন, রামগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মোজাম্মেল হক মজু, সদস্য সচিব ভিপি বাহার, পৌর বিএনপির আহবায়ক শেখ কামরুজ্জামান, সদস্য সচিব অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন বাচ্চু,লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ন-আহবায়ক টিপু সুলতান ভূঁইয়া, কাউছার মাল, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক দুলাল হোসেন দুলাল, সদস্য সচিব এমরান হোসেন, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক ফরহাদ হোসেন নিশান।

পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ন-আহবায়ক আবদুর রহমান বেপারী, মামুন হোসেন, পৌর ছাত্রদলের যুগ্ন-আহবায়ক জিহাদুল ইসলাম জিহাদ, উপজেলা যুবদল নেতা, আবুল খায়ের সাগর, আবদুর রহমান মাস্টার, বোরহান উদ্দিন, মিঠু, এমরান হোসেন মিঠুসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর সভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপির সকল সহযোগী অঙ্গ সংগঠনের অসংখ্য নেতা-কর্মী। পরে নেতৃবৃন্দ পানপাড়াস্থ বন্যা কবলিত শতশত নারী পুরুষের মাঝে উপহার সামগ্রী হিসেবে ত্রান বিতরন করেন।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.