দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম

শেয়ার

দেশের বাজারে স্বর্ণের দাম লাখ টাকা ছাড়িয়েছে। বর্তমানে সবচেয়ে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৭৮ টাকা। নতুন এই দর আগামীকাল শুক্রবার (২১ জুলাই) থেকেই কার্যকর হবে।

স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২০ জুলাই) নতুন এই দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।স্বর্ণের দাম ৭০ হাজার টাকা ভরি

এর আগে সবশেষ গত ৭ জুন স্বর্ণের দাম নির্ধারণ করেছিল বাজুস। ওই সময় ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ৯৮ হাজার ৪৪৪ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৯৩ হাজার ৯৫৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৮০ হাজার ৫৪০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিপ্রতি ৬৭ হাজার ১২৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। নতুন দর নির্ধারণের বিষয়ে বৃহস্পতিবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে। যা আগামীকাল শুক্রবার (২১ জুলাই) থেকে কার্যকর করা হবে।স্বর্ণের দাম কমলো | Boishakhi Online

নতুন দর অনুযায়ী, এখন থেকে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে এক লাখ ৭৭৭ টাকায়। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৯৬ হাজার ২২৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৮২ হাজার ৪৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৬৮ হাজার ৭০১ টাকায় বিক্রি হবে।আজ থেকে এক ভরি স্বর্ণের দাম ৯৩ হাজার ৪২৯ টাকা বিডিমর্নিং | নিউজ | bdmorning | news

তবে তেজাবি স্বর্ণের দাম বাড়ায় নতুন এই দর নির্ধারণ করা হলেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। বর্তমানে ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের রুপার দাম (ভ‌রি) নির্ধারিত রয়েছে ১ হাজার ৭১৫ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের দাম ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম নির্ধারিত রয়েছে ১ হাজার ৫০ টাকা।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.