১ কোটি ৬৯ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ করিমকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
সাহেদ করিমের উপস্থিতিতে ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক প্রদীপ কুমার রায় আজ সোমবার এ দণ্ডাদেশ দেন।একই সঙ্গে বেআইনিভাবে অর্জিত ১ কোটি ৬৯ লাখ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন বিচারক। এর আগে, রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ তাদের যুক্তিতর্ক শেষ করে এবং আদালত মামলার অভিযোগকারীসহ প্রসিকিউশনের ১২ জন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করেন।
গত বছরের ১৭ এপ্রিল সাহেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।