দুর্নীতি মামলা: রিজেন্ট গ্রুপের সাহেদের ৩ বছরের কারাদণ্ড

শেয়ার

১ কোটি ৬৯ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ করিমকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সাহেদ করিমের উপস্থিতিতে ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক প্রদীপ কুমার রায় আজ সোমবার এ দণ্ডাদেশ দেন।একই সঙ্গে বেআইনিভাবে অর্জিত ১ কোটি ৬৯ লাখ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন বিচারক। এর আগে, রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ তাদের যুক্তিতর্ক শেষ করে এবং আদালত মামলার অভিযোগকারীসহ প্রসিকিউশনের ১২ জন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করেন।

গত বছরের ১৭ এপ্রিল সাহেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.