দুর্গাপুরে ট্রাক ওভারটেক করতে গিয়ে প্রাণ গেল যুবকের

শেয়ার

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শান্ত হাসান (২২) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে দুর্গাপুর সদর উপজেলা মোড় সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে। পরে গুরুতর জখম অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান। নিহত শান্ত রাজশাহীর বাগমারা উপজেলার বাসুবোয়ালিয়া গ্রামের জেকের আলীর পুত্র ও রাজশাহী কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) কর্মকর্তা নয়ন হাসান। তিনি বলেন, রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী মেডিকেল হাসপাতালের নেওয়ার পরপরই মারা যান শান্ত। এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে দুর্গাপুর সদর উপজেলা মোড় সংলগ্ন রাস্তায় ট্রাকের চাকায় পিষ্ট হোন। এতে মারাত্নক যখম হোন কলেজছাত্র শান্ত। এ সময় পথচারীরা ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়। ট্রাকটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা মোড় সংলগ্ন রাস্তায় মোটরসাইকেল আরোহী শান্তর সামনে দিয়ে একটি ট্রাকটি যাচ্ছিল। পিছন থেকে ট্রাকটি ওভারটেক করার চেষ্টা করেন শান্ত। কিন্তু রাস্তার ধারে বালুর স্তুপ থাকায় সে স্লিপ করে চলন্ত ট্রাকের চাকার নিচে পড়ে পিষ্ট হোন। পরে পথচারীরা তাকে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নেয়।
এরপর স্বজনদের খবর দেওয়া হয়। কিন্তু শান্তর বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলা হওয়ায় তার স্বজনদের আসতে দেরি হয়। দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে রাত ৭টার দিকে আসেন তার স্বজনরা। পরে সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.