রাজশাহী প্রতিনিধি: মুজিববর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ভূমিহীন ও গৃহহীনদের ৪৮ টি ঘর পরিদর্শন করেছেন রাজশাহীর দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার নবাগত (ইউএনও) মোঃ আব্দুল করিম।
বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার উজালখলশী ইউনিয়ন ভুমি অফিস পরিদর্শন শেষে পৌরসভার দেবিপুর গ্রামে নির্মিত প্রধানমন্ত্রীর উপহারের ঘর পরিদর্শন করেন।
জানতে চাইলে, দুর্গাপুর নবাগত উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে দুর্গাপুরে অসহায় হতদরিদ্র ভুমিহীন মানুষের জন্য যে সকল ঘর নির্মাণ করা হয়েছে। ঘরে বসবাসকারী সে সকল উপহারভোগিদের সুযোগ সুবিধার বিষয়ে খোঁজ খবর নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, সহায় -সম্বলহীন মানুষেরা আজকে অনেকটা সাবলম্বী। তারা উপহারের ঘর পেয়ে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভুমি কৃষ্ণ চন্দ্র, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদা খাতুন ও উজালখলসি ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা আবদুল ওয়াহেদ প্রমুখ।